রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে স্মার্ট বিগ্রেড উদ্বোধন সুফল পাবে প্রান্তিক জনগোষ্ঠী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে স্মার্ট বিগ্রেড উদ্বোধন সুফল পাবে প্রান্তিক জনগোষ্ঠী 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘স্মার্ট বিগ্রেড’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাইকপপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। 

এতে জেলার টঙ্গিবাড়ি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর সুফল পাবে বলে ধারনা করা হচ্ছে।  নতুন এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে কৃষক, দিনমজুর, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। 

উদ্বোধনকালে স্মার্ট বিগ্রেডের কার্যক্রমের তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বলেন, ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সমন্বয়ে ‘স্মার্ট ব্রিগেড’ গঠন করা হয়েছে। 

এই বিগ্রেড জেলা গ্রামিন জনপদ ঘুরে ঘুরে উঠান বৈঠকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সকলকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দেবে। পরে জেলা প্রশাসক স্মার্ট বিগ্রেড সদস্যদের কার্যক্রম পরিদর্শন করে  উৎসাহ দেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাচ্ছের আহমেদ প্রমুখ। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএইচ